ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় রিপন (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজার আলী ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে বাসাবো মেইনরোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো বাহন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত রিপন কমলাপুর এলাকায় যানবাহন ধোয়ার কাজ করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।