খুলনা: খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩ এপ্রিল) বিকেলে লবণচরা থানার ডেসটিনির পরিত্যক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ইজিবাইক চালকের নাম মো. রাফি ইসলাম (২২)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার শুকদেবপুর তেতুলিযা গ্রামের আজিজুল ইসলামের ছেলে। খুলনার দৌলতপুর এলাকায় বসবাস করতেন তিনি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে ডেসটিনির পরিত্যক্ত মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত রাফি পেশায় একজন ইজিবাইকচালক। রোববার (২ এপ্রিল) বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রাফি যে ইজিবাইক চালাতেন সেটিরও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার শরীরে ধারালো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, ইজিবাইকচালক রাফি সাতক্ষীরার বাসিন্দা। তিনি খুলনার দৌলতপুরে ইজিবাইক চালাতেন। রোববার রাতে লবণচরা থানা এলাকার নির্জন জায়গায় ছদ্মবেশী যাত্রী তাকে নিয়ে আসে। ভারী বস্তু দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। এরপর নাক ও মুখে রড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে রাফির ব্যবহৃত মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। রাফির বাবা-মাকে খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এমআরএম/আরবি