ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, ৯৯৯-এ ফোন দিয়ে বাঁচল প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, ৯৯৯-এ ফোন দিয়ে বাঁচল প্রাণ

ঢাকা: পূর্ব শত্রুতার জেরে হাত-পা বেঁধে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল প্রতিপক্ষ। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পর পুলিশের সহায়তায় বাঁচল ভুক্তভোগীর প্রাণ।

এ ঘটনায় দুই অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুই আসামি হলেন- মেহেদী হাসান মবিন ও আশিকুল ইসলাম। দুইজনই ময়মনসিংহ হালুয়াঘাটের শাকুয়াইল খাল পাড় এলাকার বাসিন্দা।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২ এপ্রিল) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন দুই নম্বর ওয়ার্ডের শাকুয়াইল খালপাড় মহিলা বাজার থেকে মো. হারুন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার মামাতো ভাই আবুল কালামকে (৩৫) একদল ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হাত-পা বেঁধে মারধর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। কলার এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।

তিনি আরও জানান, ৯৯৯ কলটেকার ছিলেন কনস্টেবল মো. সজীব। তিনি তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপাচার এসআই মো. জুয়েল হোসেন হালুয়াঘাট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।  

সংবাদ পেয়ে হালুয়াঘাট থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ আবুল কালামকে উদ্ধার করে এবং মারধর ও অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।