ঢাকা: উবারের (মোবাইল ভিত্তিক অ্যাপস সেবা) একটি গাড়িতে ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন চীনের নাগরিক ঝ্যাং জ্যাক। তিনি চায়না ফোটন ইন্টারন্যাশনাল লিমিটেডের সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত।
সোমবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুতই সব উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঝ্যাং জ্যাককে তার হারানো সব জিনিসপত্র বুঝিয়ে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এ সময় ডিএমপি হেডকোয়াটার্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজামান, যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি) ড. এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. জাকির হোসেন খান, সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া।
ঘটনার বিষয়ে সিটিটিসি ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন জানায়, ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিতই বাংলাদেশে আসেন ঝ্যাং জ্যাক। তিনি এসিআই মটরস-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষির উন্নয়নেও অবদান রেখে চলেছেন। বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ব্যবসায়িক প্রয়োজনে নিজ গাড়ি ছাড়াও প্রাইভেটকার গাড়িযোগে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তিনি।
সোমবার (৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে উবার চালিত একটি প্রাইভেটকার ব্যবহার করে মিরপুর যাওয়ার সময় ভুলক্রমে ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র গাড়িতে রেখে চলে যান ঝ্যাং জ্যাক।
পরে তিনি গাড়িতে ফেলে আসা তার নিজের মোবাইল নাম্বারে এবং উবার চালকের মোবাইল নাম্বারে কল করে বন্ধ পান। এ অবস্থায় তিনি দিশেহারা হয়ে তার সফরসঙ্গী এসিআই মটরস লিমিটেডের মো. ইলিয়াসের সহায়তা কামনা করেন।
ইলিয়াস বিস্তারিত ঘটনাটি সিটিটিসি ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-কমিশনার আ. ফ. ম আল কিবরিয়াকে জানান এবং ই-মেইলের মাধ্যমে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাইবার হেল্প ডেস্কে সহায়তা কামনা করেন।
তথ্য ও প্রযুক্তিগত অ্যানালাইসিস এর মাধ্যমে সিটিটিসি ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ইন্টারনেট রেফারেল টিম দুই ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া ল্যাপটপ, পাসপোর্ট, মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসজেএ/এসআইএ