ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ছুরিকাঘাতে নারী শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
বাড্ডায় ছুরিকাঘাতে নারী শ্রমিক আহত

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কামরুন্নাহার মিশু (২৫) নামে এক নারী শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সাতারকুল জি এম বাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় টাইম কিপার হিসেবে চাকরি করেন মিশু। থাকেন ওই এলাকাতেই।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এনামুল হক জানান, বেশ কিছু ধরে কারখানার ফিনিশিং ইনচার্জ জাহিদ (৩০) মিশুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মিশুর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহিদ। তার জের ধরে বিকেলে ধারালো অস্ত্র দিয়ে মিশুর ডান পাজরে আঘাত করেন জাহিদ। রক্তাক্ত অবস্থায় মিশু দৌড়ে তার রুমে আসেন। তখন তার পিছু পিছু জাহিদও সেখানে ঢুকার চেষ্টা করেন। তবে দরজা বন্ধ করে দেওয়ায় ঢুকতে পারেননি জাহিদ।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় মিশুকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

মিশুর সহকর্মীরা জানান, সকালে জাহিদ কারখানার আরও একটি মেয়েকে উত্ত্যক্ত করেন। সেই ঘটনায় কারখানার কর্মকর্তারা তার বিচারও করেন। এরপর তিনি বিকেলে এ ঘটনা ঘটিয়েছেন।  

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী শ্রমিকের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।