নীলফামারী: নীলফামারীর ডোমারে খাদ্যপণ্যের দুই দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওজনে কম ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা এবং জিলাপিতে ক্ষতিকারক রঙ ব্যবহার করায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ বাজারের ভাই ভাই ফুড প্রোডাক্টে ও চিলাহাটি বাজারে নিউ সোনার মদিনা হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
নেতৃত্ব দেন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও নিরাপদ খাদ্য পরিদর্শক জয় চন্দ্র রায়।
সহকারী পরিচালক শামসুল আলম বলেন, লাচ্ছা সেমাইয়ের প্যাকেটে ওজন কম থাকা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকায় ভাই ভাই প্রোডাক্টকে ১৩ হাজার এবং জিলাপিতে ক্ষতিকারক রঙ ব্যবহার করায় নিউ সোনার মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করাও হয়েছে।
অভিযানকালে প্রসিকিউটিং অফিসার হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআরএস