ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত দুই

নেত্রকোনা: নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবির সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।  

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,  নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোনা আসার পথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।  

নিহতরা হলেন- বিজিবির সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপর নিহত ব্যক্তি অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (৩৫), তার বাবার নাম তোলা মিয়া সাং শিংজানি, গৌরীপুর, ময়মনসিংহ।

দুর্ঘটনায় আহত ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।