ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঘাটায় গাছে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
সাঘাটায় গাছে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় আবু জাফর (৪৩) নামে এক ব্যবসায়ীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হাসিলকান্দি উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জাফর ওই গ্রামের নইবকসের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, বিকেলে সাঘাটা বাজার চালের দোকানে গিয়ে বাড়িতে ফিরে আসেনি জাফর। রাতে তাকে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ দেখায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি আম গাছে জাফরের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, জাফরের সঙ্গে ভাই-বোনদের বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানতে সুরুতহাল প্রতিবেদন সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।