গাজীপুর: জেলার সিটি করপোরেশন নির্বাচনে এবার প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংরক্ষিত আসনের এক নারী প্রার্থী।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী জায়েদা আক্তার জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএইচএন কামরুল হাসান জানান, গত ৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সোমবার বিকেলে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে এই নির্বাচনের প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জায়েদা আক্তার।
তিনি আরও জানান, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। আগামী ৮ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ৯ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১৫৬, এপ্রিল ১০, ২০২৩
আরএস/এসআইএ