ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিনে উত্তরবঙ্গের যাত্রীদের চাপ ছিল বরাবরের মতো। তবে এদিন জামালপুর, নেত্রকোণা, যশোর, খুলনা, নোয়াখালী রুটের টিকিটও দ্রুত শেষ হয়ে গেছে।
তবে সিলেট রুটে চলাচলকারী চার আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা, কালনী, উপবন, পারাবত এক্সপ্রেসের ২০০ টিকিট এখনও অবিক্রিত রয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।
ময়মনসিংহ, জামালপুর রুটের চলাচলকারী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিটের চাহিদাও ছিল অনেক বেশি। প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে যায় এ অঞ্চলের সব টিকিট।
রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসের টিকিটও সকাল ৯টার মধ্যে শেষ হয়ে যায়।
চট্টলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, মহানগর প্রভাতী, তূর্ণা ও সোনার বাংলা এক্সপ্রেসের অধিকাংশ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০০ সিট খালি ছিল।
উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট প্রথম এক ঘণ্টায় শেষ হয়ে গেছে।
অন্যদিকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটের মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের দেড় হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চারটি আন্তঃনগর ট্রেন পদ্মা, সিল্কসিটি, ধুমকেতু ও বনলতা এক্সপ্রেসের টিকিট সকাল সাড়ে ৯টার দিকে শেষ হয়ে যায়।
‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামক দেড় লাখ ট্রেনযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে এদিনও যাত্রীদের নানা ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে। এতে উঠে এসেছে সহজ জেভির টিকিট সিস্টেমের নানা ভোগান্তির চিত্র।
তৃষা চৌধুরী নামে এক যাত্রী লিখেছেন, আমি আজকে সকাল ৫টায় টিকিট কেটেছি। বিকাশ দিয়ে পেমেন্ট করার পর আসলো "Failed to purchase" কোনো কনফার্মেশন মেইল আসেনি কিন্তু টাকা কেটে নেওয়া হয়েছে।
আবু তালহা নামে অন্য আরেক যাত্রী লিখেছেন, কিছুক্ষণ আগে বাংলাদেশের রেলওয়ে'র ওয়েবসাইট থেকে আমি একটা টিকিট কেটেছি। নিয়ম অনুযায়ী আজকে ২১ তারিখের টিকিট দেওয়ার কথা। কিন্তু পিডিএফ ডাউনলোড করে দেখি, আমার যাত্রার তারিখ ২০ তারিখ দেওয়া।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এনবি/আরআইএস