খাগড়াছড়ি: প্রাণের উৎসব বৈসাবি চলছে খাগড়াছড়িতে। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বর্ষ বিদায় ও বর্ষবরণ উপলক্ষে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শুরু হয়েছে ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বৈসু উৎসব। এই উপলক্ষে সকালে চেঙ্গীনদীসহ বিভিন্ন প্রবাহমান নদী, খালে মা গঙ্গার উদ্দেশ্যে ফুল উৎসর্গ করেন ত্রিপুরারা।
জেলা সদরের পল্টনজয় পাড়ায় চেঙ্গীনদীতে অসংখ্য ত্রিপুরা নর-নারীসহ বিভিন্ন বয়সীরা জড়ো হন। সেখানে ত্রিপুরা ঐতিহ্য অনুযায়ী ফুল পুজা ছাড়াও কাপড় ভাসিয়েছেন ত্রিপুরা নারীরা। মূলত ত্রিপুরা কিশোরীরা যেন নারীদের পরিধেয় বস্ত্র (রিনাই-রিসাই) নিপুনভাবে বানাতে পারেন এবং ঐতিহ্য চর্চা করতে পারেন, সেজন্য নদীতে কাপড় ভাসিয়ে থাকেন।
জেলা শহরের খাগড়াপুরেও আজ সকালে খাগড়াছড়ি খালে ফুল পুজা ও কাপড় ভাসিয়ে বৈসু উদযাপন শুরু করেছেন ত্রিপুরারা। এছাড়াও চৈত্রসংক্রান্তি উপলক্ষে হাজারো ত্রিপুরা নর-নারী মানতের উদ্দেশে ভিড় জমিয়েছেন দুর্গম দেবতা পুকুরে।
এদিকে আজ চাকমা সম্প্রদায়ের মূল বিজু এবং আগামীকাল গয্যাপয্যা। এছাড়া আগামীকাল থেকে মারমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংগ্রাই উৎসব শুরু হবে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এডি/এএটি