সিরাজগঞ্জ: জেলায় একটি ভাড়ায় চালিত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা। এ সময় দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (১২ এপ্রিল) গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটকরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া থানার তলেগ্রাম গ্রামের মো. মজনুর স্ত্রী মোছা. আয়শা খাতুন (৪০) ও চৌদ্দগ্রাম থানার কলাবাগান গ্রামের কবির হোসেনর স্ত্রী মোছা. মুর্শেদা খাতুন (৪৫)।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে সয়দাবাদ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের কাজে জড়িত ওই দুই নারীকে আটক করা হয়েছে। আটক নারীরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মাদক কেনাবেচা করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআইএ