ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
রায়পুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জামিল হোসেন নামে পাঁচ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ভ্যারাইটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিল চরবংশী গ্রামের মাঝি বাড়ির জাকের মাঝির ছেলে।

পুলিশ জানায়, সকালে জামিল বাড়ি থেকে বের হয়ে খাসেরহাট ভ্যারাইটি স্কুলের সামনে দাঁড়ায়। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।