ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় অভিযান, ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
শীতলক্ষ্যায় অভিযান, ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর উভয় তীরে রূপগঞ্জ ও ডেমরা এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শহীদুল্লাহ, উপ পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ১৫টি বাশের জেটি, আটটি ড্রেজারের পাইপ গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।