পিরোজপুর: পিরোজপুরে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তারের দায়ে মো. শিপন (৪১) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. শিপন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০২১ সালের ৪ নভেম্বর রাতে জেলা শহরের বলেশ্বর সেতুর ওপর থেকে শিপনকে পিস্তলসহ আটক করা হয়। এ ঘটনায় সেই রাতেই ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে শিপনকে আসামি করে পিরোজপুর সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফর বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) সরদার ফারুক আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআরএস