ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকা ক্ষতির শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকা ক্ষতির শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়া: জেলায় পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে জেলার আশুগঞ্জ ও আখাউড়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেসার্স নবী ট্রেডার্সে জ্বালানি তেলের খুচরা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা দোকানের সর্বত্র ছড়িয়ে পড়লে দোকান ও দোকানে থাকা জ্বালানি তেল ও ডিজেলের ২০টি ড্রাম পুড়ে যায়। এতে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়।

অপরদিকে, আখাউড়া উপজেলা পৌর শহরের খড়মপুর মাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হোটেলের রান্নাঘর, একটি মোমবাতির কারখানা ও মাজার শরীফের অতিথি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় পাঁচ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে হোটেলের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।