ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে দেখার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ঘন ঘন আগুন নাশকতা কি না, খতিয়ে  দেখার অনুরোধ

ঢাকা: বঙ্গবাজারে ভয়াবহ আগুনসহ সম্প্রতি আরও কয়েকটি অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বলছে, ঘন ঘন আগুন কোনো নাশকতা কি না, আইনশৃঙ্খলা বাহিনী যেন তা খতিয়ে দেখে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে রাজধানীর নবাবপুরে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের এ কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

 

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা আগুনের খবর পাচ্ছি। ঘন ঘন আগুনের বিষয়টি কোনো নাশকতা কি না, যেসব তদন্ত সংস্থা রয়েছে, তারা খতিয়ে দেখবে।

তিনি আরও বলেন, আগুন লাগা ভবনে তিতাসের গ্যাসের লাইন ও বাইরে থেকে কেনা গ্যাস রয়েছে। গ্যাসের লাইন থেকে নাকি অন্য কোনোভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে, তা যেন খতিয়ে দেখা হয়।  

তাজুল ইসলাম চৌধুরী বলেন, এখানকার আগুন ছিল খুবই ক্রিটিক্যাল। দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে যেতে পারেনি।

তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ে বরাবরের মতো এবারও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। যদিও এক ঘণ্টা ২০ মিনিটে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। সব সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সবার সহযোগিতা করা উচিত।
 
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এখানে কর্মচারীরা যে মেসে থাকতেন সেখান থেকে আগুনের সূত্রপাত। আগুনে শ্রমিকদের থাকার মেসের পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন পুড়ে গেছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি।

রাত ১০টা ৮ মিনিটের দিকে নবাবপুরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১১টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।