ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জাফরুল্লাহকে এক নজর দেখার অপেক্ষায় মানুষের দীর্ঘ সারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
জাফরুল্লাহকে এক নজর দেখার অপেক্ষায় মানুষের দীর্ঘ সারি

সাভার (ঢাকা): গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীরকে শ্রদ্ধা জানাতে ও এক নজর দেখার জন্য সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সারিতে অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ফুল হাতে সারিতে দাঁড়ান তারা।

আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানানোর পথ উন্মুক্ত করে দেওয়া হবে।

গণস্বাস্থ্যের পাশের এলাকা টাকসুতে থাকতেন শরিফ হোসেন। তিনি ছোটবেলা থেকে ডা. জাফরুল্লাহকে দেখতেন। আজ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষবারের মত দেখতে এসেছেন তিনি।  

শরিফ বাংলানিউজকে বলেন, আমরা ছোটো কাল থেকে তাকে চিনি। আজ থেকে ১৫ বছর আগে দেখেছি তার শার্টের বোতাম ছেঁড়া। জীবনে অনেক মানুষ দেখেছি, তার মতো দেখিনি। শুনেছি তার জন্য প্যারাসিটামল ১ টাকা করে খাই, তা না হলে ২০ টাকা করে খেতে হতো।

জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে জানাজা শেষে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে তিনি মারা যান। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রে তার মরদেহ নিয়ে আসা হয়।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।