ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সৎ ভাইয়ের বাটালের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
সিলেটে সৎ ভাইয়ের বাটালের আঘাতে গুরুতর আহত ব্যবসায়ী 

সিলেট: সিলেটে পূর্ব বিরোধের জেরে সৎ ভাইয়ের বাটালের কোপে জামাল উদ্দিন (৪২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) সিলেট সদর উপজেলার মৈয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী জামাল উ্দ্দিন মৈয়ারচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে সৎ ভাই রহিম উদ্দিন হাতে থাকা ধারালো অস্ত্র (বাটাল) দিয়ে জামাল উদ্দিনের বুকের ডান পাশে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জরুরিভিত্তিতে চিকিৎসকরা তার দেহে অস্ত্রোপচার করেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন, কর্তব্যরত চিকিৎসক।  

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পের উপ সহকারী পরিদর্শক (এসএসআই) জুয়েল আহমদ বলেন, ব্যবসায়ী সেলিম উদ্দিনের দেহের ডান পাশে বুকের নিচে বাটাল দিয়ে আঘাত করা হয়। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে জরুরিভিত্তিতে তার দেহে অস্ত্রোপচার করা হয়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পূর্ব বিরোধের জের ধরে ওই ব্যবসায়ীকে বাটাল দিয়ে আঘাত করেন তার সৎ ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং মেডিকেলে গিয়ে আহতের খোঁজখবর নিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।