ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশি কর্মীরা রোমানিয়ায় গিয়ে অন্য দেশে চলে যায়। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট।
রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
রোমানিয়ার অস্থায়ী কন্স্যুলার টিম ঢাকায় আসার পরে চলে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা দুঃখজনক। রোমানিয়া ইতোমধ্যেই ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে। তারা গেছেও। আমার অনুরোধে তারা এখানে এসে ভিসা দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওখানে যাওয়ার পরে ১০ শতাংশ লোকও রোমানিয়ায় থাকে না। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট। তবে তারা যদি না-ই থাকে, তাহলে আমরা কী করবো? এখন এটা একটু খারাপ হলো। তোমাদের (রোমানিয়া) হাতে আমাদের লোকজনকে তুলে দিয়েছি। তোমরা আটকাতে পারো না, তা আমি এখন কী করবো?
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
টিআর/এমজেএফ