ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ঝালকাঠি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, আটক দুই

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরি করার চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

 

আটক মো. ইউসুব (৪৮) মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে  ও মোহান্মাদ আলী (৫০) নারায়ণগঞ্জ জেলার মাধবপাশা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ব্যাংকিং শাখার মালিক মো. সহিদ খান সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।  

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিব। আমাদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।