ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুর শিং মাথায় ঢুকে প্রাণ গেল মাদরাসাছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
গরুর শিং মাথায় ঢুকে প্রাণ গেল মাদরাসাছাত্রের ছবি: প্রতীকী

যশোর: যশোরের অভয়নগরে গরুর শিং মাথায় ঢুকে হযরত মিনা (১৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চাকই গরুহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হযরত মিনা নড়াইলের শিমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে ও নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসায় পড়তো।

নিহতের ভগ্নিপতি বুলবুল হোসেন জানান, বুধবার চাকই গ্রামের বোনের বাড়ি থেকে ইফতার সেরে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিল। পথে চাকই গরুহাট এলাকায় পৌঁছালে নসিমনে থাকা একটি গরুর শিং হযরত মিনার মাথার ডান পাশে ঢুকে যায়। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।