ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু‌ সেতুতে ২৪ ঘণ্টায় টোল এলো পৌ‌নে ৩ কো‌টি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
বঙ্গবন্ধু‌ সেতুতে ২৪ ঘণ্টায় টোল এলো পৌ‌নে ৩ কো‌টি টাকা ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ছোট বড় মি‌লিয়ে বঙ্গবন্ধু সেতু দি‌য়ে মোট ৩৬ হাজার ৬৯‌টি প‌রিবহন পারাপার হয়েছে।

এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল টোল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ক‌য়েক দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ২০ হাজার ৮২০‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৫ হাজার ২৪৯‌টি। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০টাকা। এ নিয়ে ২৪ ঘণ্টায় সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ক‌য়েক‌দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।