ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২৭ স্বর্ণের বারসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঝিনাইদহে ২৭ স্বর্ণের বারসহ আটক দুই

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের বাকোশপোতা এলাকা থেকে ৩ কেজি ১৩৯ গ্রাম ওজনের ২৭টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের রুহুল আমীন ও সাইফুল ইসলাম।  

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, স্বর্ণের একটি চালান মহেশপুর শহর থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বাকোশপোতা নামক স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। সেসময় সীমান্তের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে সন্দেহভাজন হিসেবে রুহুল আমীন ও সাইফুল ইসলামকে আটক করা হয়।
 
পরে তাদের দেহ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ২ কোটি ৫৬ লাখ ৩৮ হাজার ৫২০ টাকা। অভিযানের সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। আটক দুইজনের নামে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।