ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার সতর্ক রয়েছে: শাজাহান খান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার সতর্ক রয়েছে: শাজাহান খান 

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, নির্বাচন হলে সরকার পরিপূর্ণ হয়। সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার যথেষ্ট সতর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

তিনি বলেন, বিরোধীদল আন্দোলন করতেই পারে, তবে আন্দোলনের নামে কারো নাশকতা আওয়ামী লীগ মেনে নেবে না। আমরা সেটা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবো। বিগত দিনেও আমরা করেছি, আগামী দিনেও জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সন্ত্রাসকে আমরা মোকাবিলা করবো।

এসময় জেলার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।