খুলনা: জ্বালাপোড়া গরম থেকে খুলনায় স্বস্তি দিয়েছে সামান্য বৃষ্টি। রোববার (২৩ এপ্রিল) ভোর থেকেই খুলনার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
তীব্র গরমে নাজেহাল জীবনে সামান্য এ বৃষ্টি শান্তির পরশ বুলিয়েছে মানুষ ও প্রাণিকূলের। হালকা এ বৃষ্টিতে সবুজ প্রকৃতিও কিছুটা সতেজ হয়েছে। যদিও আবহাওয়া অফিস কয়েক দিন ধরে বৃষ্টির সম্ভাবনার কথা বলছিল।
সকালে খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে তা পরিমাণে অনেক কম। এক মিলিমিটারও হবে না। বিকেলে বৃষ্টি আরও হতে পারে। এছাড়া রোববার ও আগামী সোমবার (২৪ এপ্রিল) এ রকম আবহাওয়া বিরাজ করবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে আবার তাপমাত্রা বাড়বে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমআরএম/আরবি