ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ২ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
মৌলভীবাজারে বজ্রপাতে নিহত ২ 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহতের নাম রিয়াজ উদ্দিন (৩০)।

তিনি শ্রীমঙ্গল লালবাগ এলাকার বাসিন্দা, মতব মিয়ার ছেলে।  

রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাইল হাওরে কয়েকজন মিলে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে রিয়াজ উদ্দিন নিহত হওয়ার পাশাপাশি জাহেদুর মিয়া এবং কালিম মিয়া নামে দুজন আহত হয়েন। তারা প্রত্যেকেই লালবাগ এলাকার বাসিন্দা।  

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফনের জন্য তাৎক্ষণিক বিশ হাজার টাকা দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, জাহেদুর মিয়ার অবস্থা আশঙ্কা হওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, নিহতের পরিবারকে সঙ্গে সঙ্গে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহতদেরও সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে সুমন শব্দকর (৩৮) নামে অপর এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩

বিবিবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।