ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জোয়ারে তলিয়ে যাচ্ছে পাকা ধানক্ষেত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
জোয়ারে তলিয়ে যাচ্ছে পাকা ধানক্ষেত

বরিশাল: পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্লুইস গেট সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে আগৈলঝাড়া উপজেলার বেশকিছু ইরি-বোরো ব্লকের ধানক্ষেত। ফলে পাকা ধান নিয়ে দুঃচিন্তায় রয়েছেন কৃষকরা।

এ সংকট থেকে মুক্তি পেতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত দিয়েছেন তারা।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের বড়মগড়া এলাকার একটি স্লুইস গেটের কপাট সংস্কারের জন্য দেড় মাস আগে খুলে নিয়ে যায় পাউবো। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্টরা সেটি সংস্কার করেনি। ফলে ওই স্লুইস গেট দিয়ে জোয়ারের পানি বইছে। কৃষকের ধানক্ষেতের ২০টি ইরি ব্লক এ ক্ষতির শিকার হয়েছে।

জানা গেছে, সংস্কারের জন্য পাউবো নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালামের নির্দেশে স্লুইস গেটের মালামাল খুলে নেওয়া হয়। সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত গেটটি সংস্কার হয়নি। জোয়ারের কারণে জলিরপাড় গ্রামের চাষি ও ব্লক ম্যানেজার আব্দুর রব ফকিরের ৭ একর জমি এখন হাঁটু পানির নিচে। তিনি জমির পাকা ধান কাটতে পারছেন না।

এমন অভিযোগ আরও কয়েকজন কৃষকেরও। এ অবস্থা নিরসনে গত ২০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত দেন ব্লকের কৃষকরা। তিনি জানান, এ সংকট নিরসনে উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

দোলন বলেছেন, ইউএনও তাকে নির্দেশনা দেওয়ার পরপরই কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি জানিয়েছেন।

বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস ছালাম বলেন, আমরা স্লুইস গেট সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাব পাশ হয়ে এসেছে। দুয়েক দিনের মধ্যে স্লুইস গেট সংস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।