ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।  

বুধবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আকতার হোসেন।

 

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা গৌতম দত্ত (৪০) ও চন্দ্রহার গ্রামের নেছার সরদার (৫৫)।  

সাব-অফিসার আকতার হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে গৌরনদী থেকে ভ্যানযোগে পান নিয়ে টরকীর দিকে যাচ্ছিলেন গৌতম ও রতন নামে দুই বিক্রেতা। পথে মহাসড়কের মদিনা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান চালকসহ তারা দু’জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাটাজোর-সরিকল সড়কের চন্দ্রহার বাদামতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নেছার সরদার ও সুধীর নামের দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন দিনগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নেছারে মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।