ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে খোঁজা হচ্ছে নিরাপদ  রুট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে খোঁজা হচ্ছে নিরাপদ  রুট

ঢাকা: সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহজ ও নিরাপদ রুট খোঁজা হচ্ছে। একই সঙ্গে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কার্যক্রম চলছে।

সব কিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হতে পারে।

সূত্র জানায়, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে নিরাপদ ও সহজ রুট খুঁজছে সরকার। সে লক্ষ্যে বেশ কয়েকটি রুট নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এসব রুটের মধ্যে রয়েছে, সুদান থেকে মিশর হয়ে ঢাকা, সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা, দক্ষিণ সুদান হয়ে ঢাকা।  

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম বুধবার (২৬ এপ্রিল) বাংলানিউজকে জানান, সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে আমরা কাজ করছি। প্রথমে তালিকা চূড়ান্ত করতে চাই। তালিকা চূড়ান্ত হলেই সহজ ও নিরাপদে তাদের ফেরানো হবে। তবে ঠিক কোন রুটে ফেরানো হবে, সেটা এখনো চূড়ান্ত নয় বলেও জানান তিনি।

সূত্র জানায়, সুদানে বিবাদমান দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ ও গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির আঘাত হেনেছে।

খার্তুমের পরিস্থিতি অবনত হওয়ায় সেখানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন।  ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে। এর আগে সুদান থেকে বিভিন্ন দেশের ৯১ জন নাগরিককে উদ্ধার করে সৌদি আরব। এর মধ্যে কিছু বাংলাদেশি নাগরিকও ছিলেন।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করেছেন তিনি।

এর আগে সুদানে কোনো বাংলাদেশিকে ভ্রমণ না করার পরামর্শ দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।