ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের পাঁচ দিনে পদ্মা সেতুর আয় সাড়ে ১৫ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ঈদের পাঁচ দিনে পদ্মা সেতুর আয় সাড়ে ১৫ কোটি টাকা ফাইল ছবি

ঢাকা: ঈদের পাঁচ দিনে পদ্মা সেতু দিয়ে এক লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় টোল আদায় বেশি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট বলছে, মাওয়া প্রান্ত থেকে সেতু পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন। আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।

এ দিকে দীর্ঘ সাড়ে ৯ মাস পর ২০ এপ্রিল থেকে ফের সেতুতে চলা শুরু করে মোটরসাইকেল। এ কারণে শুরুর প্রথম দিন থেকে মোটরসাইকেলের ঢল ছিল সেতুতে।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি।  

মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসাবে প্রথম ছয় দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩   
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।