ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক দিবসে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ১, ২০২৩
শ্রমিক দিবসে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়: আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস)।

সোমবার (১ মে) ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজনা করা হয় এ আলোকচিত্র প্রদর্শনীর।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

ডিইউপিএসের সভাপতি মো. আসিফ হাসানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান ও সংগঠনের মডারেটর অধ্যাপক হাসান আল শাফী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তামজিদ আহমেদ নিঝুমসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের তোলা শ্রমিক সম্পর্কিত ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।