ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের জানালা ভাঙচুরে ১০ লাখ টাকা ক্ষতির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২, ২০২৩
মেট্রোরেলের জানালা ভাঙচুরে ১০ লাখ টাকা ক্ষতির দাবি মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত জানালা -ছবি সংগৃহীত

ঢাকা: মেট্রোরেলের জানালায় ঢিল ছুঁড়ে গ্লাস ভাঙচুরের ঘটনায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে দায়েরকৃত মামলায় এ দাবি করা হয়।

এ ঘটনায় মেট্রোরেল লাইন-৬ এর সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির বাদী হয়ে ওই মামলা করেছেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৩০ এপ্রিল বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আমি ষ্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ থেকে জানতে পারি, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়াস্থ পূর্ব পাশ থেকে অজ্ঞাতনামা আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করেছে। এতে একটি জানালার গ্লাস ভেঙে যায়, যার ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।

সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুঁড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের খুঁজে বের করতে আমাদের একাধিক টিম কাজ করছে।

এর আগে সোমবার (১ মে) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ০২, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।