ঢাকা: রাজধানীর হাজারীবাগে শাহিন (৩৫) নামে এক তরমুজ বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে।
মঙ্গলবার (২ মে) দুপুর সাড়ে ৩টার দিকে শাহিনকে অচেতন অবস্থায় তার স্ত্রী আয়শা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহিন পেশায় তরমুজ বিক্রেতা। তিনি ভ্যানে করে হাজারীবাগ এলাকায় তরমুজ বিক্রি করতেন। স্ত্রীসহ রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বস্তিতে থাকতেন। তার স্ত্রী হাজারীবাগে একটি টেইলার্সের দোকানে চাকরি করেন। গত তিন মাস আগে তাদের বিয়ে হয়।
আয়শা জানান, খবর পেয়ে টেইলার্সের দোকান থেকে বাসায় গিয়ে দেখি আমার স্বামী অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সকালে তরমুজের কিনতে হাজারীবাগ সেকশন কোম্পানি ঘাট এলাকায় যান শাহিন। পরে সেখান থেকে তাকে লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে। উদ্ধারকারীদের কাছ থেকে জানা যায়, সেখানে কোমল পানীয় জাতীয় কিছু তাকে খাওয়ানো হয়েছে। তারপর তার টাকা পয়সা নিয়ে গেছে।
আয়শা আরও জানান, পাওনাদারদের টাকা পরিশোধের পাশাপাশি তরমুজ কেনার জন্য শাহিনের কাছে অনেক টাকা ছিল। তবে টাকার সঠিক পরিমাণ জানাতে পারেননি তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ০২, ২০২৩
এজেডএস/এমজেএফ