ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২, ২০২৩
আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

ঢাকা: আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তা চেয়ে তাদের কার্যালয়ে গেছেন।

ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের নয়টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এমন অভিযোগ করে ডিবি পুলিশের সহায়তা চেয়েছেন তিনি।

মঙ্গলবার (০২ মে) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন হিরো আলম।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, আমার নয়টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি, আমি এ বিষয়ে মামলা করবো।

তিনি জানান, গত ১৭ এপ্রিল হিরো আলম নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যায় তার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। হ্যাকাররা সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০২, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।