ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় কমিটি গঠন করেছি: তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ২, ২০২৩
দুর্যোগ মোকাবিলায় কমিটি গঠন করেছি: তাপস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন দুর্যোগ মোকাবিলায় আমরা ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছি।

তিনি বলেন, আমরা ১১ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছি।

এ কমিটির পর্যালোচনা ও সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্তদের জন্যও বাজেটে আর্থিক বরাদ্দ রাখা হবে। যাতে করে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা মানবিক কারণে দাঁড়াতে পারি। এছাড়াও আমরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ সিটিতে একটি জরুরি সাড়া দান কেন্দ্র বা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার প্রতিষ্ঠা করছি। আগামী জুনের মধ্যেই এটি চালু হবে।

মেয়র ফজলে নূর তাপস বলেন, দুর্যোগ মোকাবিলায় ‘দুর্ঘটনাস্থলে সামগ্রিক কার্যক্রম পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনা’ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডেও ন্যূনতম ২০০ সদস্য নিয়ে আমরা স্বেচ্ছাসেবক দল গঠন করতে চাই। যেকোনো দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে এসব দল যেন প্রস্তুত থাকে, সাড়া দিতে পারে, আমরা সে বিষয়টি নিশ্চিত করতে চাই। এসব দলে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিএনসিসি, রেড ক্রিসেন্টের সদস্যরা থাকছেন। তাদের বয়স সীমা থাকবে ১৬ বছর থেকে ৩০ বছর পর্যন্ত। প্রত্যেক ওয়ার্ডে যেসব মার্কেট রয়েছে, সেসব মার্কেটের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবেন। তবে তাদের বয়সসীমা শিথিল করা হবে। আগামী ৩০ মে এর মধ্যে প্রতিটি ওয়ার্ডেই এসব স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।

মঙ্গলবার (০২ মে) দুপুরে নগর ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩য় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আর্মড ফোর্সেস ডিভিশন, ডিএমপি, স্বাস্থ্য অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডিসিসিআই, জেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি থাকবে। কমিটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করবে।

স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও মহড়া আয়োজনে আগামী বাজেট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।


তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা একটা নির্দেশিকা প্রণয়ন করব। সে নির্দেশিকার আলোকে আমরা বাৎসরিক সূচি প্রণয়ন করব। প্রাথমিক পর্যায়ে আমরা প্রতি তিন মাসে ও পরে প্রতি মাসেই স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করব। যেমন, কোনো বড় স্থাপনা চিহ্নিত করে সে স্থাপনায় দুর্যোগ হলে কী কী করণীয়? এভাবে স্থাপনাকেন্দ্রিক অঞ্চলভিত্তিক আমরা মহড়া করব। সেজন্য আগামী বাজেট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ মোকাবিলা খাতে অর্থ বরাদ্দ রাখবে। এসব প্রশিক্ষণ ও মহড়ায় যে ব্যয় হবে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহন করবে। কারণ, আমরা লক্ষ্য করি যে, এসব নিয়ে যখন কোনো প্রকল্প সরকারের কাছে যায়, তখন সেখান থেকে অর্থ ছাড় করে এসে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন অত্যন্ত সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, রাজউক ইতোমধ্যে ৪২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ও ১৯৭টি ভবন সংস্কারের সুপারিশ করেছে। আগামী সাত দিনের মধ্যে রাজউক আমাদের এ তালিকা হস্তান্তর করবে। এ ৪২টি ভবন, সেটা সরকারি বা বেসরকারি যা-ই হোক না কেন, তা কতদিনের মধ্যে ভেঙে ফেলা যায় ও ১৯৭টি ভবন সংস্কার করে তা কতদিনের মধ্যে ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়েও আমরা আশু পদক্ষেপ নেবো। সেজন্য ৯০ পরে আবারও কমিটির বৈঠক ডাকা হবে। এখন থেকে প্রতি প্রান্তিকে আমরা কমিটির সভা করব।

আজকের সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ১ম ও ২য় সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার নিয়ে আলোচনা; করপোরেশন এলাকায় অগ্নি দুর্ঘটনা কমাতে ও অগ্নি দুর্ঘটনার পর করণীয়; ভূমিকম্প ও উদ্ধার তৎপরতা; রাসায়নিক দুর্ঘটনা প্রশমন ও সতর্কীকরণ এবং দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত আলোচনা ইত্যাদি আলোচ্য সূচি নিয়ে আলোচনা করা হয়।  

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, দক্ষিণ সিটির দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টি, করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ।  

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম, বিএনসিসি'র লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. ফিরোজ উদ্দিন, রাজউক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দিন আহমদ, বিআরটিএ'র পরিচালক এ টি এম কামরুল ইসলাম, বিটিসিএল'র উপ-মহাব্যবস্থাপক এ এম আব্দুল্লাহ পাটওয়ারী, তিতাস গ্যাসের ব্যবস্থাপক মো. আব্দুর রউফ, সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. এমদাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ০২, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।