ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝড়ের সঙ্গে টিকটক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৩, ২০২৩
ঝড়ের সঙ্গে টিকটক করতে গিয়ে প্রাণ গেল যুবকের

শরীয়তপুর: শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে শাহীন পাহাড় (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ওই ভিডিও বানাতে গিয়ে নিহতের এক বন্ধুও আহত হন।

আহত সজীব খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৩ মে) সকাল ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।

মৃত শাহীন শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচরা এলাকার নুর মোহাম্মদ পাহাড়ের ছেলে।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শাহীন ও তার বন্ধু সজীব শরীয়তপুর শহরের আলমগীর বেপারির নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  ভবনটিতে ঝড়ের সঙ্গে তারা ভিডিও বানাতে গিয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ শাহীনের মৃত্যু হয়েছে।

নিহতের চাচা এলিম পাহাড় জানান, শাহীন পাহাড় আজ বেলা ১১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনও তার মরদেহ বেসরকারি ওই হাসপাতালটিতে রয়েছে। কিছুক্ষণ পর তার মরদেহ নিয়ে স্বজনরা শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা করবেন।

পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ঝড়ের সঙ্গে টিকটক ভিডিও বানাতে গিয়ে শাহীন ও সজীব গুরুতর আহত হয়েছিল। এরমধ্যে আজ শাহীন পাহাড়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।