ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা সিটি ভোটে ১৫৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
খুলনা সিটি ভোটে ১৫৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খুলনা: আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩ মে) বিকেল পর্যন্ত নির্বাচন কার্যালয় থেকে পাঁচ মেয়র প্রার্থীসহ ১৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

দুপুরে আগুয়ান-৭১ মনোনীত তরুণ মেয়র প্রার্থী আগুয়ান-৭১ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল্লাহ চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চার সদস্যের প্রতিনিধি দল।

সোমবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা। তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।  

একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা।  

এর আগে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, বুধবার মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জনসহ ৫৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত ১৫৯জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে কেসিসি নির্বাচন। এবারের নির্বাচনে মহানগরের ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ৩, ২০২৩
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।