ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধান কেটে আর ঘরে ফেরা হলো না সৌরভের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
ধান কেটে আর ঘরে ফেরা হলো না সৌরভের

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সৌরভ দাশ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ মে) বিকেলে উপজেলার সুজাতপুর ইউনিয়নের আমড়াতৈল হাওরে এ ঘটনা ঘটে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সৌরভ দাশ ওই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাশের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানায়, হাওরে ধান কাটার কাজ শেষে বাড়ি ফিরছিলেন সৌরভ। আমড়াতৈল এলাকায় পৌঁছলে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

ইউএনও পদ্মাসন সিংহ বাংলানিউজকে জানান, বজ্রপাতে নিহত সৌরভের পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।