ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস ব্যবসায়ী থেকে মাদক কারবারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ৪, ২০২৩
গার্মেন্টস ব্যবসায়ী থেকে মাদক কারবারি

ঢাকা: রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

এ সময় তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৪ মে) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম।

তিনি জানান, বনশ্রী এলাকার একটি বাসায় মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে আসছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর সময় রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিবির এ কর্মকর্তা বলেন, গার্মেন্টস কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করা রবিউল এক সময় শারিকা ফ্যাশন নামে নিজেই একটি গার্মেন্টস স্থাপন করেন। করোনার সময় অর্ডার বন্ধ হয়ে গেলে তার গার্মেন্টস ব্যবসায়ে লোকসান শুরু হয়। পরে তিনি গার্মেন্টসের সব মেশিন বিক্রি করে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন এবং কর্মহীন হয়ে পড়েন।

এক পর্যায়ে রবিউল মাদকের কারবারে জড়িয়ে পড়েন। তিনি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় একটি চেম্বার তৈরি করে ফেনসিডিল পরিবহন করতেন।

রবিউল নিজেই মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল রামপুরা নিয়ে আসতেন। একসঙ্গে ৭০-৭৫ বোতল ফেনসিডিল পরিবহন করতেন তিনি। তার বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ০৪, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।