লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে পিকআপভ্যান চাপায় আলমগীর হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদর উপজেলার ভবানীগঞ্জ-দাসেরহাট সড়কের নতুন তেওয়ারীগঞ্জ এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
নিহত আলমগীর তেওয়ারীগঞ্জ গ্রামের শাহ আলমের ছেলে এবং তিনি সদর উপজেলা (পূর্ব) কৃষকদলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি পেশায় একজন গ্রাম্য চিকিৎসক এবং তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় তার ফার্মেসি দোকান রয়েছে।
জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন দুর্ঘটনায় আলমগীর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলমগীর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে ফার্মেসি দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে, পরে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, আলমগীর হোসেন দলের একজন নিবেদিত নেতা ছিলেন। তার মৃত্যুতে পরিবার এবং দলীয় নেতাকর্মীরা গভীর শোকাহত।
আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক নাছির আলম মিশন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআরএস