ঢাকা: মেহেরপুর পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদনে বিভিন্ন ত্রুটি ও অনিয়ম উঠে এসেছে। এ বিষয়ে পৌরসভার মেয়রের কাছে ব্যাখ্যা চেয়েছে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আগামী ১০ কর্মদিবসের মধ্যে দফাওয়ারি জবাব দিতে চিঠিতে মেয়রকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে মেহেরপুর পৌরসভার মেয়রের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মোহাম্মদ নাছিম আহমেদ গত ১০ ও ১১ ফেব্রুয়ারি এলজিইডি থেকে মেহেরপুর পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ (সেক্টর) (১ম সংশোধিত) (ইউজিপি-৩) শীর্ষক প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদন দাখিল করেছেন। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি ও অনিয়ম সংঘটিত রয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ প্রকল্পের পরিবীক্ষণ প্রতিবেদনে বর্ণিত অনিয়মগুলোর বিষয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে দফাওয়ারি জবাব দিতে অনুরোধ করা হলো।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ০৭, ২০২৩
জিসিজি/এমএইচএস