কুমিল্লা: বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে কুমিল্লায় সহকর্মীর ছুরিকাঘাতে মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
জেলা সদর উপজেলার বেলতলী বাজার সংলগ্ন এসকে পেট্রোল পাম্পে বুধবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।
এদিকে ছুরিকাঘাতে খুন করা রাব্বি পলাতক রয়েছে। রাব্বি বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে। তারা দু’জনে এসকে পেট্রোল পাম্পের নজেল ম্যান ছিল।
ওই পাম্প সূত্রে জানা গেছে, রাব্বি ও মারুফ পাম্পের নজেল ম্যান। কারো কাছ থেকে তারা ১০০ টাকা বকশিশ পায়। ওই টাকা নিয়েই তাদের দ্বন্দ্ব ছিল। এরপরেই এই ঘটনা ঘটায় ওই যুবক।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে বসে রাব্বি ও তার সঙ্গের দু’জন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিল। পরে রাব্বি উত্তেজিত হয়ে যায়। সবুজ রঙের টি-শার্ট পরা মারুফ ও নীল রঙের টি-শার্ট পরা রাব্বির মধ্যে কথা কাটাকাটি হয়। মারুফ পাশে ঝুলানো একটি ছাতা হাতে নিয়ে তাকে ধমক দেয়। পরে রাব্বি স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনে। ধীরে ধীরে হেঁটে যায় মারুফের সামনে। সামনে গিয়ে মারুফের বুকে মাত্র দুই সেকেন্ডে তিনবার ছুরিকাঘাত করে। পরপর আঘাতের ফলে মারুফ লাফিয়ে উঠে অন্যত্র চলে গেলেও সে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। রক্তক্ষরণে পাম্পেই মৃত্যু হয় তার। এদিকে রাব্বি দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি তাদের মধ্যে বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। রাব্বি ঘটনার পর পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাব্বিকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসআরএস