ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ১৬১ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মো. মাসুদুল হক (৪০) ও মোছা. ফাইজা শেখ (২৩)।
অভিযানে তাদের কাছ থেকে ১৬১ বোতল বিদেশি মদ, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ১টি চেক বই, ১টি এটিএম কার্ড, ১টি এনআইডি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (১০ মে) উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরের ৬ নম্বর রোডের ৬৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় রিসাল প্রপার্টিজ নামের অফিসে অভিযান চালানো হয়।
বুধবার বিকেলে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার), সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উত্তরার এই ফ্ল্যাটে মাদক কারবারের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছেন।
উদ্ধার মাদকদ্রব্য ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসজেএ/এমজেএফ