ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯৩৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
৯৩৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ঢাকা: কুমিল্লা কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৩৮ বোতল ফেনসিডিলসহ আবুল কাশেম (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১১ মে) গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, কুমিল্লার কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ ফেনডিসিল মজুদ করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে প্রায় ২৮ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ৯৩৮ বোতল ফেনসিডিলসহ আবুল কাশেমকে আটক করা হয়।

আটক আবুল কাশেম বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে তার নিজ বাড়িতে মজুদ করে রাখত। পরবর্তীতে তার সুবিধামতো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে জানা যায়।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মে ১১, ২০২৩
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।