ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ১০ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ১২, ২০২৩
ভাঙ্গায় ১০ জুয়াড়ি আটক

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি কলাবাগান থেকে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (১২ মে) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ভাঙ্গার আস্পদী গ্রামের নুরুল ইসলাম বাদল মোল্লার ছেলে রাজু আহমেদ (২৮), একই গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে রমজান সরদার (৩৫) ও ইসমাইল শেখের ছেলে মুন্নু শেখ (৪৮), একই উপজেলার পশ্চিম আলগী গ্রামের রতন মাতুব্বরের ছেলে মো. মিজান (৪০), একই গ্রামের রাজেত মাতুব্বরের ছেলে হেমায়েত মাতুব্বর (৪৬), মাঝারদিয়া গ্রামের ফজলুল শেখের ছেলে লালন শেখ (২৮), পূর্ব আলগী গ্রামের বাকা মিয়ার ছেলে আবুল হোসেন (৫৫), বড়দিয়া গ্রামের সামাদ বেপারীর ছেলে মোস্তফা বেপারী (৪৮), পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের আশরাফ শেখের ছেলে ওমর শেখ (৩৫) ও একই গ্রামের আ. কাদের শেখের ছেলে বেলায়েত শেখ (৩৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যার দিকে জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী এলাকার একটি কলাবাগান থেকে ওই ১০ জুয়াড়িকে আটক করা হয়। সে সময় তাদের কাছে থেকে জব্দ করা হয় বিভিন্ন রংয়ের দুই সেট তাস ও ১০ হাজার ৫৭০ টাকা। আটকদের শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।