ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ঢাকা: মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং রূপনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শুক্রবার (১২ মে) আয়োজিত এই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতিকে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০৪১’ সম্পর্কে অবহিত করেন।

তিনি এলডিসি গ্র্যাজুয়েশন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থার উল্লেখ করেন। পাশাপাশি মরিশাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেখাশোনা করার জন্য মরিশাস সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় সম্পর্ক উন্নয়নের জন্য কৃষি, শিক্ষা এবং আইটি খাতে আরও উচ্চ-পর্যায়ের সফর, বিমান যোগাযোগ এবং প্রশিক্ষণ বিনিময়ের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পোর্ট লুইসে একটি রাস্তার নামকরণ করায় মরিশাস সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দীর্ঘদিনের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন মরিশাসের প্রেসিডেন্ট। তিনি সাম্প্রতিক উচ্চ-পর্যায়ের সফরের উদ্ধৃতি দিয়ে সম্পর্ক বাড়াতে জোর দেন। পাশাপাশি বাংলাদেশের  উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনে ভূয়সী প্রশংসা করেন। তিনি মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকায় আনন্দ প্রকাশ করেন।

মরিশাসের রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে মরিশাসে উচ্চ পর্যায়ের সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, মরিশাস আফ্রিকায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রবেশদ্বার হতে পারে।

শুক্রবার মরিশাসের রাষ্ট্রপতি ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।

উল্লেখ্য, মরিশাসের প্রেসিডেন্ট ঢাকায় ৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ১১ মে চার দিনের সফরে ঢাকায় এসেছেন। এটিই মরিশাসের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সফর শেষে ১৪ মে তিনি ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।