ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ১৫, ২০২৩
হোসেনপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে মো. মোবারক হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চর হাজিপুর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. মোবারক হোসেন (১৯) ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ মে বিকেল ৩টার দিকে মোবারক হোসেন ওই প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে প্রতিবেশী শহিদ মিয়ার পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। এরপর ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে মোবারক। ভিকটিমের মা (ধর্ষণের শিকার নারীর মা) মেয়েকে খুঁজতে গিয়ে দেখেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন এবং তার মেয়ের শরীরে ধর্ষণের আলামত রয়েছে।  

এ বিষয়ে ইশারায় ও নিজস্ব ভাষায় সে (ভিকটিম প্রতিবন্ধী নারী) মোবারকের নাম প্রকাশ করে। এরপর ধর্ষণের শিকার হওয়া ওই প্রতিবন্ধী নারীর বাবা হোসেনপুর থানায় মোবারক হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের ৫ ঘণ্টার মধ্যেই নিজ বসতবাড়ি থেকে সোমবার তাকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনা করে মামলার আসামি মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।