ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ সেজে প্রবাসীর ১৭ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
পুলিশ সেজে প্রবাসীর ১৭ লাখ টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু চন্দ্র ঘোষসহ চারজনকে ডিবি পুলিশ সেজে এক প্রাবাসীর ১৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন আসামিরা।

তপু চন্দ্র ঘোষ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের অর্জুনদি গ্রামের সাধন চন্দ্র ঘোষের ছেলে৷ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়ায় ‘লন্ডন জুস বার অ্যান্ড ক্যাফ’ নামে তপুর একটি ফাস্টফুডের দোকান রয়েছে৷ গত মাসে তিনি দোকানটির কার্যক্রম শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

২০১৯ সালের ২৮ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সতেরোটি সহ-সভাপতি পদের মধ্যে তপু চন্দ্র ঘোষের নাম এগারোজনের পরে রয়েছে।

গ্রেপ্তার অপর তিন আসামি হলেন- সোনারগাঁ উপজেলার ছোট অর্জুনদি গ্রামের এলাকার জাকির হোসেনের ছেলে রোহান (২১), একই উপজেলার বড়নগর এলাকার শুভঙ্কর চন্দ্র রাজবংশীর ছেলে কৃষ্ণচন্দ্র রাজবংশী (৩২), বগুড়া জেলার শেরপুরের খাজা আশ্রমপাড়া এলাকার চাঁন শেখ মিয়ার ছেলে এরশাদ (২৪)৷

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের হাজী সাহেবের মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন উজ্জ্বল হোসেন নামে এক সৌদি প্রবাসী। ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আসামিরা তার কাছ থেকে সতেরো লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷ দুইদিন পর বন্দর থানায় ছিনতাইয়ের অভিযোগে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী৷

মামলাটির তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম জানান, তপু চন্দ্র ঘোষের নেতৃত্বে ডিবি পরিচয়ে আসামিরা ছিনতাই করে৷ এর আগেও তারা এই কাজ করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন৷ নেতৃত্ব দেওয়ার কারণে টাকা ভাগাভাগির সময় তপু বেশি ভাগ নিতেন বলে অপর আসামিরা জানিয়েছেন৷

তদন্তকারী এই কর্মকর্তা আরও জানান, ছিনতাইয়ের ঘটনা তদন্তে তপু চন্দ্র ঘোষসহ তার সহযোগীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের পর আসামিদের ব্যাপারে নিশ্চিত হয়ে গত শনিবার রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা তপু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তাররা দিনের বেলা ডিবি পুলিশ পরিচয় দিয়ে সৌদি প্রবাসীর টাকা ও মোবাইল ফোন লুট করেছে বলে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকারও করেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বাবা অসুস্থ। তাকে নিয়ে আমি হাসপাতালে আছি। এখন কথা বলতে পারছি না। এ ব্যাপারে সর্বোচ্চ যে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল বলেন, আমাদের সংগঠনের কেউ অপরাধ করলে আমরা কাউকে ছাড় দেই না। এর আগে অনেককেই বহিষ্কার করা হয়েছে। এ ক্ষেত্রেও তপু চন্দ্র ঘোষের অপরাধ প্রমাণ হলে তাকে বহিষ্কার করা হবে। আমরা কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানাবো।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।