ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেলিম রেজা বলেছেন, মাত্র ২০০-৪০০ স্টাফ দিয়ে ঘরে-ঘরে গিয়ে মশক নিধন করা সম্ভব নয়।
সোমবার (২৯ মে) সকাল ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের পূর্বগেটে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেলিম রেজা বলেন, মশার কোনো বাউন্ডারি নেই। সবাইকেই কামড়ায়। জনগণকে সম্পৃক্ত করে এবার সবকটি ওয়ার্ডে সচেতনতামূলক মশক নিধন কাজ জোরদার করবো আমরা।
মানুষকে জেলে দেওয়া উদ্দেশ্য নয়, উল্লেখ করে তিনি বলেন, একজনকে আইনের আওতায় এনে দশজনকে শেখানো। এতে করে অন্যরা দেখে বুঝতে পারেন কোন কাজটি করা যাবে না। আমার বিল্ডিং-এর দায়িত্ব আমাকেই নিতে হবে। অন্য কেউ বাড়ির ভেতরে চাইলেও প্রবেশ করতে পারে না। এজন্য মশক নিধনের বিষয় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের অভিযান সচেতনতামূলক অভিযান।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএমআই/এসআইএস